Header Ads

এন্ড্রোয়েড় ডিভাইসটি হারিয়ে গেলে যা করা যেতে পারে

আপনার Android  Device টি যদি কোন কারণে হারিয়ে যায় তাহলে কিছু একটা হয়তো করতে পারবেন।




তো কোন কারণে হারিয়ে গেলে প্রথমত আইনী ব্যবস্থা নিতেই পারেন। আরেকটা কাজ আছে সেটা হলো Remotely আপনার Device টা Lock অথবা  Erase করে দিতে পারেন। নিশ্চয়ই চাইবেন না ব্যক্তিগত কোনো কিছু যাতে অন্য কারও হাতে না যায়। তো এর জন্য আপনার ঐ Device এ অবশ্যই Google এর সাথে কানেক্টেড থাকতে হবে এবং Google Settings এর Find My Device এর সুবিধাটা আগে থেকেই On করা থাকতে হবে ঐ মোবাইলে। এই সুবিধাটা Built In ই দেওয়া থাকবে।

এরপর অন্য কোন Device থেকে https://android.com/find এই link এ গিয়ে email এবং Password দিয়ে আপনার Google Account  এ Log In করুন যেটা ঐ হারিয়ে যাওয়া মোবাইলে Log In করা ছিল। পরবর্তী Page এ গেলে বুঝে যাবেন কি করা যাবে আর কি করা লাগবে। ভাগ্য ভালো হলে আপনার হারিয়ে যাওয়া মোবাইল এর Location ও বের করে ফেলতে পারবেন। তবে তার জন্য ঐ মোবাইলে Location এর Service টা চালু থাকা লাগে। সেটা হোক না হোক, আপনার হারিয়ে যাওয়া মোবাইলে যদি কেউ যখনই Data Connection On করবে তাহলেই Lock এবং Erase হয়ে যাবে।

কিছু করতে না পারলেও অন্তত ডাটা গুলো মুচে দিলে কেউ আপনার পার্সোনাল জিনিস আয়ত্তে নিতে পারলোনা।

No comments

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.